আমরা আজ জানতে
এসেছি তোমাদের কপাটে,
একটু পড়ে দেখ
সাহেব, বাবু, লাটে
কি লিখা আছে
আমাদের ললাটে?
ললাট আজ ঘষে মেজে
করেছি পরিষ্কার
দিয়ে ছাই
যদি ভালো কিছু খুঁজে পাই!
আছে কি লিখা তাতে
হিন্দু, মুসলিম, খ্রীষ্টান
জল, পানি, গোসল, স্নান?
তোমাদের আছে
অনেক জ্ঞান,
মারতে পারো এক বোমা’য়
হাজার হাজার প্রাণ!
দিতে পারো কি
একটি পিঁপড়ের জান?
জানি পারবেনা
তবে চাই এর অবসান।