দিবেন মাগো এক থালা ভাত,
খাইনি কিছু থেকে গত রাত।
হউক বাসি পান্তা আর ডাল,
চিবাতে পারি যেন ভরে গাল।
কর্তা এসে বললেন আজ নয় এসো কাল!
খাওয়াব মাংস পোলাও, দিব থলে ভরে চাল।
ভিখারি চলে গেল পেটে ক্ষিদে নিয়ে,
আর ভাবলো আজ পেট ভরি কি দিয়ে!
পরদিন ভিখারি এসে দেখে কর্তার বাড়ি
আরো ভিক্ষুক দাড়িয়ে আছে করে সারি,
কর্তা তাদের খাওয়ালেন নিজ হাতে ধরি!
কয়েক জন তুললো তাদের ছবি, কতো ভাবে,
কয়েক জন এসে বললো আজ আর কি খাবে?
ছবি দিয়ে কি করবেন তারা ভিখারিদের নেই জানা!
শুধু জানে কর্তা ভালো মানুষ,ভালো হয়েছে খানা!