আজ হৈচৈ পইপই
কৈ হবে বেঙের সই।
চড়ুই শালিক সঙ্গে নিয়ে
দেখতে এলো টিয়ে।
সেজে গুজে আছে কৈ
এলো দেখতে
রুই কাতলা বন্ধু দুই।
বেঙেরা ধরেছে গান
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।
টেংরা শিং মাগুর চেং
এরাও নাচাচ্ছে ঠেং।
চিতল গজার বোয়াল
পান দিয়ে ভরেছে গাল।
সবাই বসলো হয়ে গোল
শোল বাজাচ্ছে ঢোল।
আনন্দে চিংড়িরা সব
করছে ছুটাছুটি ও রব।
তা দেখে চুনোপুঁটি
হেসে হলো কুটিকুটি।