যখন ছোট্ট ছিলাম
জামা কিনেছি ঈদে
আমার জামাটি হতো লাল,
আকাশে চাঁদ দেখা গেলে
ঈদ হবে যে কাল!
কার জামাটা কেমন হবে
ভেবে ভুলে যেতাম
পেটের ক্ষিদে,
এই আশায় থেকেছি যে
দেখতে পাব কাল ঈদে।
সারা দিন কষ্ট করে
মা দাদীরা বানাতেন
পায়েস পিঠে পুলি,
গায়ে চলতো উৎসব
দেখতে চাঁদের ফালি।
আমরা সব ভাই বোনেরা
মেহেদী লাগাতাম হাতে,
আর আনন্দ হতো
বন্ধু বান্ধবীর সাথে।
ঈদ হবে কাল ভেবে ভেবে
আসতো না তো রাতে ঘুম,
মা বলতেন কি হয়েছে রে?
ঘুমো এখন বাপ
গালে দিয়ে চুম।
আমার আর সয়-না মনে
কখন যে হবে ভোর,
নদীর ঘাটে গোসল করতে
ছেলে মেয়ে সবাই দিব দৌড়।