খাঁটি স্বর্ণ-রূপা চেনা যায়
কষ্টিপাথরে ঘষে,
ভদ্রলোক চেনা যায়
পান থেকে গেলে চুন খসে।
আসল বন্ধু চেনা যায়
পড়লে বিপদে,
চোর চেনা যায়
যখন সে কাটে সিঁদে।
গায়ক চেনা যায়
তাঁর সুরের টানে,
মান্যলোক চেনা যায়
থাকলে তাঁর মানে।
ইট খাঁটি হয়
পুড়িয়ে কাঁচা মাটি,
পাটিয়াল চিনেন
খাঁটি শীতল পাটি।
পেট খাঁটি হয়
যদি মুখে রূচে,
রোগি চেনা যায়
দিলে আঘাত সুচে।