থাকি এখন মস্তবড় ফ্ল্যাটে
খানাদানা আপনাতেই জুটে।
আমার ভাবখানা যে এই
আমি আছি কি আর সেই?
লোকে যখন বলেন আমায়,
"আস্সালামুআলাইকুম"
মাথা নেড়ে বলি তখন হুম!!
জন্মদিনটা পালন করি বড়োসড়ো
মা-বাবা কে বলি তখন সরো সরো।
জানেন আমার কত বড় মন?
দান করি লক্ষ টাকার ধন!!
ব্যবহারটা করিনা কখনো রাফ,
ভিখারির কাছে চাইতে পারি মাফ।
আকাশেতে উড়ে বেড়াই,
পা ছুঁয় না মাটি।
এখন আমি হলাম সেলেব্রিটি!!!