এখনো যে বেঁচে আছে
মধ্যযুগের নরপিশাচ,
আইন কানুন তাদের হাতে!
অনিয়মে করছে গ্রাস।
আর কত জন রাজন মরলে,
থামবে তোদের আনন্দ উল্লাস?
আর কবে তোরা সভ্য হবে,
হে মহা অসভ্যর দল!
যুগে যুগে তোরাই করছিস,
এই জাতিকে পদতল!
মারতে তোদের হাত কাঁপেনা,
বুক কাঁপবে তো দূরের কথা!
পানি খেতে চেয়েছিল সে,
তখন কোথায় ছিল মানবতা??
জুলাই ২০১৫
সিলেট।