নিরন্ন বলে খেতে চাইনা
গোস্ত-পোলাও, বোরহানি,
পেট-পুরে খেতে চাই শুধু
ডাল-ভাত আর বিশুদ্ধ পানি।
পীড়িত বলে
কাকুতি-মিনতি করে,
একবার চিকিৎসা করো
মরছি যে কুড়ে কুড়ে।
অনিকেত বলে চাইনা আমি
কোন দালান কোটা,
চাই বানাতে ছোট্ট একটি ঘর
দিয়ে খড়কুটা।
বিবসন বলে চাইনা আমি
শাড়ী পান্জাবী দামী রেখে দিতে
আলমারি ভরে,
চাই শুধু দুটি পরনের কাপড়
একটি পরে আর একটি দেব
রোদে নেড়ে।
অনধীত বলে চাই সবাই
সুশিক্ষিত হতে,
কাজ করতে দেশের জন্য
হাত মিলিয়ে হাতে-হাতে।