তোমরা ভাবছো কেন মিছে
জাত আবার কী সে?
তাকে তো মানুষেই বানায়
মানুষেই দেয় পিষে।
মানুষ সবাই এক জাত
ঘৃণা করো বর্ণবাদ,
দুনিয়ার সকল কিছুর
একজনই কিন্তু নাথ।
বাবুরা শ্রমিকের গা গন্ধে
চলেন নাকে ধরে,
রাজারা করেননা জলপান
প্রজাদের ঘরে।
রক্ত লাগে নিলেন তাদের
যাচ্ছিলেন যখন মরে,
তখন রাজা-বাবুদের
জাতটা ছিল কোন স্তরে??