ওরে জীবন মাঝি, ওরে জীবন মাঝি
নদীখানি ভাই পার করে দে না আজি।
আমার বাড়ি ভিনদেশে, অচিনপুরে
থাকি ঐ কুঁড়েঘরে, আমি আলসে; কুঁড়ে।
আজ কে ডাকে আমায়, হতে বহুদূর
ঐ ডাক আমার কানে লাগে সুমধুর।
দে না মাঝি ভাই নদীটুকু করে পার
আমি আজ যাব কাছে, মিষ্টি ডাকে তার।
সেখান থেকে শেকড় দিচ্ছে যেন টান
তাই যেতে আমার উতলা মন-প্রাণ।
আজ আমার চাওয়া মাত্র একটাই
দে না নদীখানি পার করে মাঝি ভাই।
একটু পরেই যখন আসবে ঝড়
উড়ে যাবে আমার খড়ের কুঁড়েঘর।
কেউ আসবে না খুঁজতে আমার দেহ
মুছে যাবে হৃৎ থেকে সকল প্রীতি, স্নেহ।
কতো জন আসে-যায়, পথে যার যার
আমি যাব, না ফিরতে, শুধু একবার।
খেয়া পারাপারে পয়সা নিও, চাও যা
ঐ যে দেখো ডাকছেন আমায়, বাবা-মা।