পাগলী মা’টা
এতোদিন এ পৃথিবীর মায়ায় মাটি কামড়ে পড়ে ছিল।
মাটি কামড়ে থাকতে থাকতে।
কখন যে মাটি খুঁড়ে গর্ত করলো!
এবং সে গর্তে নিজেই ঢুকে গেলো কেউ টের পেলাম না!
কিসের অভিমান ছিল মা তোমার?
কার সাথে ছিল?
এই সমাজের?


না তোমার কারো প্রতি কোন অভিমান থাকার কথা না।
তোমার ছিল মানুষকে আপন করে নেওয়ার অগাধ ক্ষমতা।
মানুষের উপকারে সবসময় ঝাঁপিয়ে পড়েছো।
বিনিময়ে কিছুই চাওনি মা।
কখনও যদি কারো কাছে কিছু চেয়ে থাকো- সে চাওয়া শুধুই ফোঁটা পরিমান ভালবাসাই ছিল।
এর বেশি কিছু ছিল না।

তোমার জন্য আমার বুকভরা ভালবাসা জমা ছিল।
এতোদিন দিতে পারিনি।
আজ ঢেলে দিলাম মা। তোমার বুকে।
শান্তিতে থেকো মা। চির শান্তিতে...