অভিমানী কবিতার মতো জোছনা
আজ দূরে দূরে থাকে,
উঠোনে বিছানো নেই- সেই হোগলপাতার মাদুর, -একটু বোস না-
আকুলিবিকুলি ডাকি তাকে ;
তবুও পড়ছে শিশিরকণা শেষে অঘ্রান
নাকে আসছে শীতের কাঁচা কাঁচা ঘ্রাণ।
গাছে গাছে দোদুল
অকুলীন লাউ কুমড়ো ধুন্দল ও বরবটী
দাদি কাটে পুকুরের রুই দিয়ে বড় বঁটি।
কেন তুমি আজ অভিমানী
তা আমি জানি জানি জানি।
যে জলাশয়ে জন্মিত হোগল- হচ্ছে সেই খাদ ভর-
ড্রেজার চালিয়ে দিন-রাতভর।
বিজলী করেছে তোমায় ম্রিয়মাণ
তাই বুঝি তোমার এতো অভিমান?