ওমা...মা...মা...মা...মাগো
    তোমায় মন ভুলে না
না...না...না...না...না গো।

   তোমায় মন ভুলে না
তোমার মুখের বোল ছাড়া
মুখ অন্য বুলি বোলে না।

ওমা...মা...মা...মা...মাগো
  তুমি একবার শুধু জাগো।

    দেখতে তোমার হাসি
বাতাস চসি আকাশের শশী
  বহুপথ পাড়ি দিয়ে আসি
তোমার বাড়ি আছে বসি।

ওমা...মা...মা...মা...মাগো
সত্যি বলছি হ্যাঁ... হ্যাঁ গো।