এ মন যান বইছে উজান
মানছে না প্রবল জোয়ার-বান।
আর কত বুঝাবো মন তারে
বুঝালে সে বুঝ মানে না রে।
মন তারে দু’দিনের পরবাসে
কেউ আপন কেউ পর বাসে।
তাতে মনের কী যায় আসে?
এ মন কাঁদে না মরণ ত্রাসে।
কেউ করে মনের মন্দচারী
গুণবিচারী গুণ গায় দ্বন্দ্ব ছাড়ি।
ইতিমধ্যে কেটে গেছে দিন-দেড়
ঐ দিন আর আসবে না রে ফের।
হয়তো রইল বাকি দিন আধা
তবু পড়ে না তার কামনায় বাঁধা।