নারীর সাথে নাড়ির দৃঢ় বন্ধন
নারী মা, নারী বোন, নারী কন্যা
নারী জীবনসঙ্গিনী, নারী সহকর্মী
নারী খেলার সাথী, নারী সেবিকা
নারী যুদ্ধজয়ী বীরাঙ্গনা
নারী স্বার্থত্যাগী গর্ভধারিনী মা
নারী ছাত্রী, নারী ধাত্রী, নারী আতুরাশ্রম
নারী অধীতী, নারী কলেজ দাতা
নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা
নারী হাসপাতালের চিকিৎসক
নারী দাতব্যলয়ের পরিচালিকা
নারী অন্ধের আলোর পথ প্রদর্শক
নারী কৌঁসুলি, নারী বিচারপতি
নারী ব্যবসা-বাণিজ্যের উদ্যোক্তা
নারী উদ্যমী কৃষি বিপ্লবী নেত্রী।
এরপরেও কথা থেকে যায়ঃ-
আজ যাঁরা গলা ফাটিয়ে
নারী অধিকারের কথা বলছেন,
তাঁরা কী তাঁদের নিজ ঘরের নারীদের
পূর্ণাঙ্গ অধিকার প্রদান করছেন?
যে নারী নেত্রী আজ নারী অধিকার আদায়ে
রাস্তায় নেমে এসেছেন উনি তো
গৃহ পরিচালিকাকে তালাবদ্ধ করে আসেন নি?