ছেঁদো মোড়লের ঘরে
তিন-তিনজন বিবি
ছোট বিবি সারাদিন
দেখেন শুধুই টিভি!
বড় বিবির যায় বেলা
এটা ওটা করে, রেঁধে
মেজ বিবির যায় বেলা
ডুকরে ডুকরে কেঁদে!
মোড়ল ঘরে এলেই
মেজ বিবি করেন চুপ
ছোট বিবি টিভি ছেড়ে
মোড়লকে দেখান রূপ!
বড় বিবি মোড়লকে
নিজ হাতে দেন খেতে
তখন অন্য দুই বিবি
থাকেন কানটি পেতে!