মন পড়েছে চাঁদের প্রেমের ফাঁদে রে
পড়েছে চাঁদের প্রেমের ফাঁদে
মন কাঁদে রে আবেগী মন কাঁদে রে
আবেগী মন কাঁদে
চাঁদ হারালে চাঁদ হারালে
গেলে চোখের আড়ালে।
দে রে দে চাঁদ দে মনকে দেখা দে রে
মনকে দেখা দে।
মন পায় না ছুঁতে মন পায় না ছুঁতে
ভেসে যায় আলোর স্রোতে।
অধরা চাঁদ মনকে ধরা দে
দে দে মনকে দে রাখতে হাত কাঁধে।