ভাদ্র শেষে আর্দ্র হাওয়া
লাগলো রে গায়
এমন দিনে শুনিতে গান
এ মন যে চায়।।
ও গানওয়ালা ও গানওয়ালা
রাতে আমার বাড়ি আইয়ো
যে গান গাইতে ইচ্ছে করে
সে গান তুমি গাইয়ো।।
আমি গানের তালে তালে
ডুগডুগি বাজাইমু
আসর হলদিয়া ফুল দিয়া
সাজাইমু রে সাজাইমু।।