মহান বিজয় বাংলায় এসেছিলে
একাত্তরের ১৬ই ডিসেম্বরে
সেই থেকে এদিনে তোমায় বরণ করে
তারারা মিটিমিটি হেসে অম্বরে।
প্রথম প্রহরে পুষ্প গন্ধে মোহিত হয়
বাংলার প্রতিটি শহীদ মিনার
দেশপ্রেমীরা শহীদদের শ্রদ্ধা জানান
ফুল দিয়ে ভরে দুর্গের কিনার।
পূর্ণিমার চাঁদ এসে চুমো খায়
মহান বিজয় তোমার গালে
বাংলা জুড়ে চন্দ্রালোক নেচে উঠে
বিজয় গানের তালে তালে।
ভোরে পাখিরা দলে দলে করে
বিজয় মিছিল ও জয়গান
মাঠে মাঠে সৈনিক মনে বয়
মহান বিজয়ের আনন্দ বান।
ভোরে শীতের কুয়াশা ভেদি
দ্রুত সূর্য উঁকি দেয় গগনে
ভালবেসে রোদ উষ্ণতা ছড়ায়
উৎসবে আসা জনে জনে।
নদ-নদী, সাগর জলে বাড়ে
আনন্দে ঢের প্রাণোচ্ছলতা
বৃক্ষরা পাঠ করে পল্লবে পল্লবে
লিখে রাখা মুক্তির কথা।
মুক্তি বাহিনীরা গৌরবে উড়ান
পৎ পৎ লাল-সবুজ পতাকা
বিজয় উৎসবে এক হয়
এদিক ওদিক জনতা থাকা।
শিশু; কিশোর-কিশোরীরা করে
নানা রকম খেলা রঙ ঢঙ
কেউ আঁকে যোদ্ধা ও যুদ্ধের ছবি
কেউ সাজে রঙে সঙ।
দিনভর চলে হরেক আয়োজন
নেচে গেয়ে দিনটি কাটে
চলে ছড়া, কবিতা পাঠ, আলোচনা
সূর্য যখন নামে পাটে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে
দিবসের কর্মসূচী হয় শেষ
তবুও সবার মনে মনে থেকে যায়
বিজয় দিবস তোমার রেশ।