গাছে লিচু থোকা থোকা
শাখা ধরে টানে খোকা।
কাঠবিড়ালি হুড়াহুড়ি
খোকা দেয় ঝাড়িঝুড়ি।
কাকায় চান পাকা আম
দাদু বলেন- থাম থাম।
দামাল ছেলে ডাব খায়
ডাকেন মায় ঘরে আয়।
কাঁঠাল ভাঙ্গে শিয়ালে
আসে খুকুর খেয়ালে।
পাকা পাকা আনারস
টক-মিষ্টি রসে টসটস।
লঙ্কা গুড়ো লবনে মাখি
কচি আম খান কাকী।
কাঁচা কলা খায় বাদুড়ে
মধু ডেকে কয় দাদুরে।
ছেলে-মেয়ে খায় বাঙ্গি
তরমুজে ঠোঁট নেয় রাঙ্গি।