ডাকু মিয়ার টাকু মাথায়
বিষ্ঠা ছাড়ে পাতি কাক
তারপর কী কাণ্ড ঘটলো
গল্পটুকু শোনা যাক্।
ডাকু মিয়াও কাকের দিকে
ক্ষেপে উঠলো ভীষণ
এবং ত্বরিত করলো শুরু
কাক বধের মিশন।
ঢিল মারলে কাকের প্রতি
গিয়ে পড়লো মৌচাকে
মৌমাছিরাও মিলে ডাকুর
কামড়ে ধরলো নাকে।
মৌমাছির কামড় খেয়েই
ডাকুর মিশন পণ্ড
ডাকু বলে বাঁচাও আমায়
করছে ব্যথা প্রচণ্ড।