আজ আমি কতো না স্বপ্ন দেখি
যখন আসে যা মনে
চাঁদটা ছোঁয়ার স্বপ্নও দেখি
দেখি আমি বামনে
স্বপ্ন দেখি মেঘের সিঁড়ি বেয়ে
উঠছি আকাশে- এই শ্রাবণে
আমায় স্বপ্ন দেখা করলে মানা
মানে না মনে মানে না মনে
যেন আজই ঘুরে আসি গ্রহরাজি
ধাবনে ধাবনে ধাবনে।