মায়েদের কাছে থাকে
কিছু অমূল্য ভালবাসা
কিছু নিজের কাছে না রেখে
সব বিলিয়ে দেন
যখন ইচ্ছে করে যাকে,
না না না ফেরত পাবার ইচ্ছেয় দেন না
ভালবাসা নিজের কাছে রাখতে নেই
বলেই বিলিয়ে দেন;
না না না আজও কেউ মায়ের ভালবাসা
ফেরত দিতে পারেনি
না না না মায়ের ভালবাসা
ফেরত দেওয়া যায় না।