ও মেঘ তোর সঙ্গে আমায় নিলে
শরৎ গগনের ঐ গহন নীলে-
ঐ নীল রঙে তোর মন রাঙাবো
আমি তোরে ডাকবো বলে রাঙা-বো।
ও মেঘ তোর সঙ্গে আমায় নিলে
দুই জন মিলে দুই জন মিলে
একতানে গান গাবো গান গাবো।
তুই মান করলেও অকারণ
না না আমি বলবোনা ক কারণ
তোর মান ভাঙ্গাবো মান ভাঙ্গাবো।
ও মেঘ তোর সঙ্গে আমায় নিলে
শরৎ গগনের ঐ গহন নীলে-
দুই জন মিলে দুই জন মিলে
লাল সবুজের কেতন টাঙ্গাবো।