মা ছাড়া কেউ বলে না
কপোলে দিয়ে আলতো চুমো
অনেক রাত হয়েছে
খোকা রে তুই এখন ঘুমো।
মা ছাড়া কেউ থাকে না
ভুখা পেটে কিছুই না খেয়ে
বাড়ি না ফেরা পর্যন্ত
বসে পথটি খোকার চেয়ে।
মা ছাড়া কেউ বলে না
মাথাখানি টেনে নিজ বুকে
খাবার না খেয়ে খেয়ে
খোকার মুখটি গেছে শুকে।
মা ছাড়া কারো মনেই
দুঃখ-গ্লানি এসব না সয়
তাই তো মায়ের মন
হয় যে অতি কোমলময়।