আমি এখন যুগের সাথে তাল মিলিয়ে
প্রিয়দর্শিনী রূপে হৃষ্টপুষ্ট কবিতা তৈরি করি
নানা রঙে রঙ-তুলির আঁচড়ে সাজিয়ে নেই
কবিতাকে হালের পোশাক পরাই
লোকে কবিতা দর্শন করে তৃপ্তির ঢেকুর তুলে
তাতে আমি মহা সুখ পাই
কেউ কেউ আবার নাক ছিটকান
এতে আমার কিচ্ছু যায় আসে না।