আমার কবিতা আজ
নিয়েছে ঈদের ছুটি
কিনেছে একটি জুতো
তাও আবার ত্রুটি!
জুতো একটি কেন?
প্রশ্ন উদয় হয় মনে
তার একটিই পা
জানে দেশের জনগনে।
হতভাগীর অপর পা
জন্ম থেকেই খুঁড়া
তবু তার ভাঙ্গতে হয়
রোজ পাহাড়চূড়া।