রোজ ভাবি আজ একটি কবিতা লিখবো
আমি কবি হবো!
রচনার বিষয়বস্তু মাথায় ঘুরপাক খেতে থাকে;
প্রেমের কবিতা লিখব বহুদিনের সখ!
জীবনে তো কোন প্রেমেই আমাকে ধরা দেয় নি
প্রেমের কবিতা লিখতে হলে
তার অভিজ্ঞতারও তো প্রয়োজন আছে।
সেই অভিজ্ঞতাটুকু আমার নেই।
প্রেম কয়েক বার কাছে এসেছিল
তবে কখনো ধরে রাখতে পারিনি
আমাকে তুচ্ছ ভেবে চলে গেছে সে!
আমি বহু প্রেম ঢেলেছি হৃদয়ের প্রেম সমুদ্র হতে,
সেটাও কেউ নেয়নি।
তা নর্দমার জল ভেবে নাক ছিটকে চলে গেছে পবিত্র প্রেমেরা।
কত ছুটেছি স্বপ্নের প্রেমের পিছনে
তার লেজটুকুও ছুঁতে পারিনি।
আমি হয়তো প্রেমের প্রকাশটা জানি না,
এখানেই আমি অযোগ্য।
কবিতা লিখতে হলে আগে প্রেমিক হতে হয়?
আমি তো প্রেমিকই হতে পারলাম না
কবি হওয়া দূরের কথা; কবিতা লিখাও আর হলো না।