উৎসর্গঃ বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় কবি মোঃ সানাউল্লাহ্ কে।(@sanaubiswas)
কবি তুমি কখনো অস্থির কখনো স্থির
কখনো নিথর কখনো তোল ঝড়
প্রচণ্ড বেগে, ভূগোল, খগোল চড়ে বেড়াও
ঘূর্ণিবায়ুর ডানায় করে ভর।
তুমি ভাসো না, অন্যায়ের বন্যায়
তুমি হলে উত্তম মানব
তুমি থাকো নরকে খড়গ হাতে খাড়া
কুচি-কুচি করে কাটো দানব।
তুমি প্রলয় রুখে মলয়ে আলয় বাঁধো
করো প্রকৃতির সাথে মাখামাখি
ধাবক শাবক নিয়ে তুমি করো খেলা
তুমি নির্জনে নিসর্গশোভা করো আঁকাআঁকি।
তুমি কখনো ক্ষিপ্ত কখনো দীপ্ত
করো যা খুশি, যখন যা চাও
ক্ষণে বাজাও সানাই, ক্ষণে রণে বিউগল
ক্ষণে কাব্য পাঠ করো ক্ষণে গীত গাও।
তুমি ফুল দিয়ে করো শার্দূলকে বশ, চাও না যশ
তুমি নভেল চাও ; নোবেল নয়
তুমি অভী, অভিযাত্রী, মানো না দিনরাত্রী
তোমার নেই কোন ক্ষয়, নেই কোন ভয়।
কবি তুমি বীর ছোড় শত্রুর গায়ে তীর
তুমি দুষ্টের গায়ে ফোটাও ভীমরুলের হুল
মৌ হয়ে ফুলের মধু পান করো
উড়ো পুষ্প কাননে কাননে খেয়ে দুল।
তুমি ঊর্জস্বল তুমি চৈতন্যে সচ্ছল
তোমার নেই কসুর, গলা টিপে মারো অসুর
তুমি ন্যায়পাল ধরো প্রয়োজনে নৌকোর হাল
তুমি করো না মস্তক নত ; তোল সাম্যের সুর।
তুমি শব্দের সাথে শব্দ গেঁথে গড়ো অট্টালিকা
অট্টালিকায় বসে তুমি হাসো অট্টহাসি
তুমি জগতে কাব্য সুনামির চালিয়ে
আনাচে কানাচের অন্যায় অনাচার দাও ভাসি।
তুমি যুদ্ধের ময়দানে তেজস্বী যোদ্ধা
তুমি শৌণ্ডিকালয়ে রসিক রাজ
তুমি শিশুলয়ে হাঁটি হাঁটি পা পা শিশু
তুমি অন্দরমহলে সাজো চিরকুমারের সাজ।
তোমার বিশাল কল্পরাজ্যের তুমিই রাজা
রাজ্যখানি পঙ্খিরাজে ঘুরে বেড়াও
অন্যরাজ্যের কোটি কোটি সৈন্যসামন্তেও
তোমার কল্পরাজ্য, পারেনা করতে ঘেরাও।