অঝোর ঝর ঝর বৃষ্টিতে ভিজে
ঝনঝন কাঁচের চুড়ির স্বনে
দোলা দিলে এ মনে এ মনে
লাগে যে ভালো কি যে কি যে!!
বৃষ্টি টুপ টুপ
চারদিকে চুপ চুপ
নিজকে হারিয়ে খুঁজলে নিজে
লাগে যে ভালো কি যে কি যে!!
নূপুরে নিক্বণ ধ্বনি তুলে
বৃষ্টি চলে কোমর দুলে দুলে
দেখতে কচি পল্লব বিকশিত হতে
হরেক বীজে হরেক বীজে
লাগে যে ভালো কি যে কি যে!!