স্বাধীন দেশের লোকেরা রাস্তা-ঘাটে চলতে
হে স্বাধীনতা আজও কেন তোমাকেই খুঁজে?
স্বাধীন দেশের লোকেরা সত্য কথা বলতে
হে স্বাধীনতা আজও কেন তোমাকেই খুঁজে?
স্বাধীনতা তুমিই জাগ্রত সেনা জেনে বুঝে
তবু কেন আজও ঘুমিয়ে আছো চোখ বুজে?
তুমি তো আজও যাওনি একেবারেই ক্ষয়ে
তবে কেন জাগছো না মা-মাটিকে যাও কয়ে।