ও মাঝি ভাই ধীরে নাও বাও রে
দেখো ফিরে পাখি উড়ে ঐ হাওরে।
শোনে পাখিদের মধুর গুঞ্জন
বসে থাকে ঘরে বলো কোন জন?
মাঝি একটা ভাটিয়ালি গাও রে।
করচ গাছে ধবল বক দল
চিরহরিৎ হিজল গাছের তল
সেখানে ভিড়াও তোমার নাও রে।
ডালে ডালে ঝুলন্ত হিজল ফুল
যেন টাঙ্গুয়া কন্যার কানে দুল
তা দেখে দুই নয়ন জুড়াও রে।
টাঙ্গুয়ার জলে আছে জলপরী
ঝুম ঝুম নাচে পায়ে মল পরি
ডাকো তারে দেখতে যদি চাও রে।
হিজল-করচ তলে নীল জল
উতল বাতাসে করে কল কল।
ও মাঝি ভাই সাবধানে যাও রে
ক্লান্ত হলে বৈঠা আমায় দাও রে।