জীবন-
ক্ষণে ফুলসজ্জা
ক্ষণে জ্বলন্ত চিতা,
ক্ষণে হয় মিঠে
ক্ষণে ভীষণ তিতা।