যারে বাসলে ভালো
সে তো তোরে ভালো বাসলো না
যারে ডাকলে কাছে
সে তো তোর ডাকে আসলো না।
যারে ভাবলে ভালো
সে তো তোরে ভালো ভাবলো না
যারে ভাবলে সোনা
সে তো তোরে ভাবলো রে নোনা।
তারে বাসলে ভালো
না করেই ভালবাসার পাত্র বাছাই
সে তো করে যাচ্ছে
দণ্ডে দণ্ডে তোর ভালমন্দ যাচাই।
যারে বাসলে ভালো
সে তো তোরে ভালো বাসলো না
যারে ডাকলে কাছে
সে তো তোর ডাকে আসলো না।