ভোরে হেমন্ত এসেছে
হয়ে বিন্দু বিন্দু শিশিরের কণা
সকালের আলোয় দেখেছি
যেন চকচকে কাঁচা সোনা।
প্রভাতে শিশির বিন্দু লতাপাতায়
মধুর আলিঙ্গন
মিঠা মিঠা রোদের স্নিগ্ধতা ভরেছে
শ্যামলিমা প্রাঙ্গণ।
হেমন্ত বসে ধানের শীষে
ফড়িং নিয়ে করেছে তামাশা
ফুলে ফুলে নেচেছে মৌমাছি
প্রজাপতি হেসেছে হামেশা।
লাউ-কুমড়োর ডগায়
হেমন্ত খেয়েছে যখন চুম
গাছের ডালে পাখিদের
নাচনাচির পড়েছিল ধুম।