আজ যে হাসছে সবে ভাই
এর চেয়ে মহৌষধ নাই।
টিয়াও হাসে প্রিয়াও হাসে
হাসে আজ সব প্রাণ
কাজিও হাসে মাঝিও হাসে
হাসে মাঠ ভরা ধান।
কেউ চাপা কেউ হাসে অট্ট
মুচকি হাসেন বাবু ভট্ট।
বাতাসে হাসে পাতা সে হাসে
হাসে তরূলতা ঘাস
বকুল হাসে মুকুল হাসে
ছড়িয়ে ঘ্রাণ সুবাস।
খোকা-খুকী হাসে খিলখিল
বুড়ো হাসে দ্বারে দিয়ে কীল।
মাঠও হাসে ঘাটও হাসে
চাষি হাসে করে চাষ
ফুলও হাসে ফলও হাসে
হাসে সোনালী আঁশ।
বত্রিশটা দাঁত করে বের
ভাই বন্ধু হেসে নেও ঢের।