বন-বাদাড়ে ছিল মন বাঁধা রে
হারিয়ে গেছে রাত আঁধারে।
কেউ যদি পাও গো তারে
ফিরিয়ে দিও মনার ধারে।।
মন ছাড়া কাটে না ক্ষণ
ফেরত দাতাকে দেবে পণ।
মনকে দেবে খানাপিনা
এ মনেরই পরিশ্রম বিনা।।
মনকে খুঁজছে দ্বারে দ্বারে
জানে না কার মন কে কাড়ে।
মন ঢাকেনি রঙ চাদরে
যদি কখনও জং বা ধরে।।