গবদা-গরুকে ছাগলে জিজ্ঞেস করে, তুলে হাই
“ঈদে তোদের চেয়ে দামি দ্বিতীয়টি কী আর নাই?
সবকিছু ছেড়ে তোদের পিছে ছুটছে বিত্তবান
তোদের দাম দিয়ে কিনলেই বাঁচে তাদের মান!
আমরা ছাগল কোন কালেই পাইনি উচ্চমূল্য
কথায় কথায় মানুষ করে সস্তার সাথে তুল্য!”
বিমর্ষ বদনে ছাগল আওড়ায় অকথ্য বুলি-
“স্ব-স্বার্থে মানুষ উড়ায় মানুষের মাথার খুলি।
মানুষ মানুষকে গালি দেয় বলে গরু ছাগল
আমরা হিত করে পাই নিন্দিত মাল্য ভরে গল!
মানুষের উপকারে কাজ করে নই মোরা শ্রেয়
মুখে মুখে “ছাগলের বাচ্চা” গালি শুনে হই হেয়।”
গরু বলে- “ ঠিক কথাই বলছিস, কেটে জাবর
এখন পত্রিকার পাতা ভরা আমাদের খবর!
আমাদের নামের পাশে তো আছে তোদেরও নাম
“বিরাট গরু ছাগলের হাট” এটা কী কম দাম?
আমাদের মাংসের চেয়ে মূল্য তোদের তো বেশি
তবে মানুষ গুলিয়ে ফেলে কোনটা ছাগল, খাসি!”
গরুর কথা শুনে ছাগলে ম্যাঁ ম্যাঁ করে হেসে কয়
“ঈদে আমাদের নামটা কতোজনই আর লয়!
মনুষ্যজাতি হলো কৃতঘ্ন, নেই কৃতজ্ঞতাবোধ
সারা বছর খেয়েও আমাদের মাংস ও দুধ।
কোরবানির সময় হলে শুধু জামাই আদর
এরপর থাকেনা আর ছাগলের কোন কদর।”