দু’চোখ জুড়ে ঘুম আসেনি তাই
ঘর ছেড়ে বেড়িয়ে পড়েছি দ্বিপ্রহরে,
চাঁদের আলো গলে গলে পড়ে ঐ
চেনাজানা রাস্তা-ঘাটের এই শহরে।
-এই মিটিমিটি জ্বলছিস কেন?
ল্যাম্পপোস্টাকে জিজ্ঞেস করি সরাসরি,
বুঝি আমার আজব কথা শুনে
সেয়ানা গোস্টটা হেসে খায় গড়াগড়ি।
ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়েছে
শ্রমজীবী পেশাজীবী সকল শহরী,
রাস্তার ধারের গাছপালা থেকে
কানে আসে ঝিঁঝিঁ পোকার সুর লহরী।
দু’চোখ জুড়ে ঘুম আসেনি তাই
ঘর ছেড়ে বেড়িয়ে পড়েছি দ্বিপ্রহরে,
মধ্যরাতে ছুটে চলেছি একাই
যোগ দিতে ঘুমহীনদের ঐ বহরে।