ঘুমকাতুরে ছেলে ঘুমে
বাবা বললেন ডাক তারে
তার ঘুম রোগ তাড়াতে
দাওয়াই দেবেন ডাক্তারে।
ডাক্তার জল ফোঁটা দিয়ে
দিলেন নয় ডোজ হোমিও
আর বললেন, তিন বেলা
খেয়ে খেয়ে শুধুই ঘুমিও।
ছেলে রোজ তিন বেলাই
হোমিওপ্যাথি খেয়ে ঘুমায়
হায়! তবুও তার দু'চোখে
না একটুখানিও ঘুম আয়!!