আজ ফাল্গুনের এই আকাশটা
নাইবা থাকলো মেঘলা
আজ না হয় নাই থাকলো।
আজ পলাশ-শিমুল ডালে ডালে
নাইবা ডাকলো কোকিল
আজ না হয় নাই ডাকলো।
তুলিকায় আজ মেঘ বালিকারা
নাইবা আঁকলো রংধনু
আজ না হয় নাই আঁকলো।
লাজে গাঁয়ের রাঙা বধূ
নাইবা ঢাকলো আঁচলে মুখ
আজ না হয় নাই ঢাকলো।
এমন একটা দিন এমনি করে
নাইবা যাক্ লো সখী
এমনি না হয় যাক্ লো যাক্ লো।