ফাগে অনুরাগে লাজুক মনে
ফাগুন রাঙা আগুন ধরালো।
পলাশ গাঁদা মাধবীলতায়
জড়তা ঝেড়ে বুকে বুক জড়ালো।
কোকিল সুরে সুরে গেয়ে গান
নীরস এ মন রসে ভরালো।
শিমুলে ফুলে ফুলে গেঁথে মালা
কোমল হাতে এ গলে পরালো।
রাঙা ফড়িং নানা ঢঙ দেখায়ে
দু’চোখে আনন্দ অশ্রু ঝরালো।
আগুনলাল কৃষ্ণচূড়া ফুলে
দ্বিদলে দ্বিদলে লাল ছড়ালো।
ফাগে অনুরাগে এ মন বাগে
নাচে তা... থৈ... দেখ সখী তরা লো।