আজকের নির্মল শিশুদের
করিও না কেউ অবহেলা
দেখে নিও এই শিশুই কাল
স্বর্গোদ্যান বানানে এ ভেলা।
এই শিশুই কাল অনায়াসে
ঐ নীল আকাশটা ছুঁবে
এই শিশুই কাল রবে জেগে
সূর্য গেলেও নিরেট ডুবে।
এই শিশুই কাল হবে রাজা
এই শিশুই জগত রাণী
এই শিশুই কাল মুঠো ভরে
আনবে গ্রহ তারা টানি।
এই শিশুই কাল ঘরে বাইরে
জ্বালাবে জ্ঞানের বাতি
এই শিশুই কাল হয়ে রবে
দীন-দুঃখী জনের সাথী।
এই শিশুই কাল জয় করে
ফিরবে এভারেস্ট চূড়া
এই শিশুই কাল ঠেকে দেবে
সন্ত্রাসবাদীর গুলি ছুড়া।
এই শিশুই কাল বেঁধে নেবে
দুর্নীতিবাজের কালো হাত
এই শিশুই কাল ভেঙ্গে দেবে
ঘুষখোরের রাক্ষুসে দাঁত।