১. নীল নয়না

ওগো নীল নয়না, নীল নয়না নীলিমা
তুমি এতো নীল রঙ পেলে কই?
তোমার নীল লেপন দিগ্বলয়ে
আমি মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে রই!
আমার অন্ত কোণে সাধ জাগে
তোমার নীলাভ আঁচলটা একটু ছুঁই;
আমার যে খুবই ইচ্ছে করে
তোমার প্রশস্ত বুকে মাথা রেখে শুই!
ওগো নীলিমা তোমার নীল একটু দেবে
আমি যদি তোমার নিছক বন্ধু হই?
ওগো নীল নয়না, নীল নয়না নীলিমা
তুমি এতো নীলরঙ পেলে কই?
তোমার কোথায় বাড়ি কোথায় ঘর
তোমার কি আছে কোন প্রিয় সই?
ওগো নীলিমা আমি যে তোমার পানে
মুগ্ধ নয়নে শুধু চেয়ে চেয়ে রই!


২. এসো ফুলবনে

এসো প্রেয়সী ফুলবনে
দেবো খোঁপায় পলাশ-শিমুল
এসো এসো ঐ মালঞ্চে
গলে দেবো গেঁথে গাঁদা ফুল।
এসো কৃষ্ণচূড়ার তলে
কোকিল ঐ কুহু কুহু ডাকে
এসো দেখি চিত্রশিল্পী
বসন্তের ছবি কেমনে আঁকে।
এসো দেখি ঢোল বাদক
কেমনে বাজায় ঢাক-ঢোল
এসো শুনি শালিকের
খুকীকণ্ঠী সুললিত বোল।