ডিসেম্বর এলেই
তোমায় মনে পড়ে হে স্বাধীনতা
ডিসেম্বর এলেই
অনুভব করি তোমার দীনতা।
ডিসেম্বর এলেই
কেবল তোমাকে করি ডাকাডাকি
ডিসেম্বর এলেই
তোমার সাথে আমার মাখামাখি।
ডিসেম্বর এলেই
তোমাকে নিয়ে দুই কলম লিখি
ডিসেম্বর এলেই
এ বুকে আগুন জ্বলে ধিকিধিকি।
ডিসেম্বর এলেই
মিছিলে জনসভায় গর্জে উঠি
ডিসেম্বর এলেই
চেপে ধরি দেশ বিরোধীর টুটি।
ডিসেম্বর এলেই
লক্ষ বীর বীরাঙ্গনাদের স্মরি
ডিসেম্বর এলেই
ফুলে ফুলে শহীদ মিনার ভরি।
ডিসেম্বর এলেই
মাঠে ঘাটে বাজাই মুক্তির গান
ডিসেম্বর এলেই
উড়াই লাল সবুজের নিশান।