দাদুটা না বড্ড ভাল
দাঁত কেলিয়ে হাসেন
মুখে একটু পর পর
পানের খিলি ঠাসেন।
চেহারা ছবি দেখতে
সাদাসিধে চাঁদের হাট
হৃদয়টা নধর নধর
এক্কেবারে সদরঘাট।
ফেসবুকে দিবা-নিশি
করেন ইটিস পিটিস
সুন্দরী মেয়ে দেখলে
লাইক করেন না মিস।
তবু দাদুর কপালে
বউ জুটেনি আজও
দিন কাটে বউ খুঁজে
পড়ে রয় সব কাজও।