সাগর যখন ডাকে আয় আয়
বুক খানি করে প্রস্থ
পাহাড় যখন ডাকে আয় আয়
তুলে দুই খানি হস্ত।
আমি সাগরের কাছে যাই ছুটি
ঢেউ এর সাথে করি খুনসুটি।
আমি সকল বাঁধা ডিঙ্গে
নাচি উঠে পাহাড়ের শৃঙ্গে।
ঈশ্বর যখন ডাকবে আয় আয়
দেব সায় দেব সায় দেব সায়।
আমি ছুটে চলবো শূন্যে
অভিকর্ষ, উল্কাপিণ্ড চূর্ণে॥