ছোট্ট একটা আকাশ ছিলো
      আমার স্বপনেরও
সেই আকাশে তারা ছিলো
      অন্তত শ’পনের।

মেঘেরা যখন পালক মেলে
     তারার মুখ ঢাকতো
মেঘের ফাঁকে হাত বাড়িয়ে
    আয় তারায় ডাকতো।

   আজ নেই আকাশ-তারা
   স্বপন আছে স্বপন ছাড়া।

ছোট্ট একটা নন্দনকানন ছিলো
        আমার স্বপনেরও
সেই নন্দনকাননে লোক ছিল
        অন্তত শ’পনের।

কাননে রোপন করেছিল ক’জনে
অর্জুন-বিভিতকি-হরিতকি-সজনে।

আজ নেই গাছড়া, ক‘জন তাঁরা
শুধুই স্বজন করছে স্বজন তাড়া।