চালালে সর্ব চলে
আপনা গর্ব চলে।
চলে পান্তা ভাতে
নুন না হলে
পান সুপারিতেও
চুন না হলে।
গাড়ি-
কলেও চলে
বলেও চলে।
রডের বদলে
বাঁশ হলেও
চলে প্রশ্নপত্র
ফাঁস হলেও।
এমবি ছাড়া-
ফেবুও চলে
পাউরুটিতে-
লেবুও চলে।
দুনিয়াটা
তন্ত্রেও চলে
মন্ত্রেও চলে।