তোমরা আইও গো আইও
ও ও চান্নি পসর রাইতে
আমার বাড়ি বেড়াইতে
তোমরা আইও গো আইও
দলে দলে আমার বাড়িতে
বরণ করমু পান সুপারিতে
চান্নি পসর পড়ে গলে গলে
তোমরা দেখো গো সকলে
ওগো আমার বন্ধু ভাইও
তোমরা আইও গো আইও
ও ও চান্নি পসর রাইতে
আইও গো ও বেড়াইতে
চান্নি পসরের গান বান্ধিও
বান্ধি বান্ধি গায়েন টান দিও
ঠোঁটলাল করি পান খাইও
ও ও চান্নি পসর গান গাইও
ও ও আমার বইন ভাই গো
গান শুনিতে রাত জাইগো
ও ও উঠানে সবাই মিলে
ও ও চান্নি পসরে ও নাইও।।